Cat Health

বিড়ালের বাচ্চার চোখ ফোটা || বিড়ালের চোখ ফুটতে কতদিন লাগে?

বিড়ালের বাচ্চার চোখ ফোটা || বিড়ালের চোখ ফুটতে কতদিন লাগে?

বিড়ালের বাচ্চারা জন্মের পরপরই দেখতে পারে না। সাধারণত একটি বিড়াল জন্ম নেওয়ার পর চোখে দেখতে পাওয়াকে বিড়ালের বাচ্চার চোখ ফোটা বলা হয়ে থাকে। বিড়ালের চোখ ফুটতে কতদিন লাগে এটা অনেকেই  জানতে চায়। মূলত ২ থেকে ১৬ দিনের বয়সের মধ্যেই বিড়ালের চোখ খুলতে শুরু করে,তবে কিছু কিছু ক্ষেত্রে এর কম কিংবা বেশি হতে পারে। 

বিড়ালের বাচ্চার চোখ ফোটা

বিড়ালের যখন চোখ ফুটে তখন প্রথমেই ঠিকভাবে দেখতে পারেনা। প্রশ্ন হচ্ছে, “বিড়ালের বাচ্চা কতদিন পর চোখ ফোটে?” স্বাভাবিকভাবে ৩ সপ্তাহ বয়সে অধিকাংশ বিড়ালের ছানা দুটি চোখ দিয়ে কোন জিনিস ফোকাস করতে সক্ষম হয় কিংবা হালকা হালকা দেখতে পারে। প্রায় সকল বিড়াল ছানার চোখ জন্মের সময় নীল রঙের হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক হতে হতে বিড়ালের স্বাভাবিক এবং সাধারণ রঙে পরিণত হয় যার জন্য প্রায় ৮ সপ্তাহ সময় প্রয়োজন। 

বিড়ালের চোখ ফোটে কত দিনে?

একটি বিড়াল যখন শত জন্মগ্রহণ করে তখন তাদের চোখ খোলা থাকে না। স্বাভাবিকভাবেই বিড়ালের চোখ বন্ধ থাকে। এমন সময় অনেকেই চিন্তিত হয়ে পড়ে যে বিড়ালের ছানা সুস্থ স্বাভাবিক রয়েছে কিনা তবে এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কেননা বিড়ালের ছানা জন্ম নেওয়ার সাথে সাথেই চোখ ফোটে না। 

দেশি বিড়ালের ক্ষেত্রে বিড়াল ছানার বয়স যখন ১০ থেকে ১২ দিনের মধ্যে হবে তখন অল্প অল্প করে বিড়াল চোখ খোলা শুরু করবে। যখন আপনার বিড়াল ছানার চোখ অল্প অল্প করে খোলার শুরু করবে তার দুই একদিন এর মধ্যে বিড়ালের চোখ ফুটে যাবে। 

তবে কিছু কিছু ক্ষেত্রে বিড়ালের চোখ ফুটতে একটু সময় নিয়ে থাকে। এক্ষেত্রে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সময় দিতে হয় বিড়ালের চোখ ফোটা স্বাভাবিক ভাবে হতে। যদি আপনার বিড়াল ২১ দিনের মধ্যে চোখ না পড়ে সে ক্ষেত্রে আপনি Vat-এর সাথে যোগাযোগ করতে পারেন। 

সদ্য জন্ম নেওয়া বিড়ালের চোখের যত্ন

আপনার ছোট বিড়াল ছানাকে খুব বেশি আলো  থেকে দূরে রাখুন। অতিরিক্ত আলো পড়লে চোখের যে কোন ক্ষতি হতে পারে। যদি বিড়ালের মা বিড়াল ছানাকে পরিষ্কার না করে তাহলে হালকা কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে মুখটা আলতো করে মুছে দিন।

আপনার সত্বেও জন্ম নেওয়া বিড়াল যতখানা পর্যন্ত নিজ ইচ্ছায় চোখ খুলছে ততক্ষণ পর্যন্ত বিড়ালের চোখ খোলার জন্য জোর করবেন না কিংবা কোন প্রকার চেষ্টাও করবেন না। যদি কোনো কারণে চোখ লাল হয়ে যায় কিংবা ফুলে যায় কিংবা ২১ দিন পার হওয়া সত্বেও বিড়াল চোখ না খুলে সেক্ষেত্রে Vat-এর সাথে যোগাযোগ করবেন। 

আপনার জিজ্ঞাসা ও উত্তর সমূহ 

বিড়ালের চোখ বন্ধ থাকে কেন?

বিড়ালছানা জন্মগ্রহণের পর চোখের সংবেদনশীল টিস্যু রক্ষা করার জন্য চোখের পাতা বন্ধ থাকে যতক্ষণ না অব্দি বিড়ালের চোখটি দুনিয়া দেখার জন্য উপযুক্ত হয়। 

বিড়ালের চোখ তাড়াতাড়ি খুললে কি হয়?

বিড়াল তার নিজস্ব চোখ সুরক্ষিত রাখতেই জন্মের পরপর নির্দিষ্ট কিছু সময় অব্দি চোখ বন্ধ রাখে আপনি যদি কোনভাবে বিড়ালের চোখ তাড়াতাড়ি খুলতে চান এক্ষেত্রে বিড়ালের চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করে ফেলবেন এমনকি বিড়াল স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে। 

চুড়ান্ত মন্তব্য 

আশা করি বিড়ালের চোখ ফুটতে কতদিন লাগে সেই বিষয়ে যথাযথ ভাবে জানতে সক্ষম হয়েছে উক্ত আর্টিকেল দ্বারা। এভাবেই আপনার বিড়ালের যেকোনো সমস্যার সমাধানের জন্য অনুসরণ করুন Priyo Pets ওয়েবসাইটটি। তাছাড়া যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রপে বিড়াল সংক্রান্ত যেকোনো সমস্যার লাইভ সমাধানের জন্য, ধন্যবাদ। 

author-avatar

About Salim Mahamud

I am the author of PriyoPets. Here I publish very helpful content about cat health, cat food, cat behavior, and other things that a cat owner needs to know. Personally, I am also a cat lover, and I have two cats also, so I have good knowledge about it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *