Blog

গরমে বিড়ালের যত্ন নেয়ার উপায় || Cat Care in Summer 

গ্রীষ্মের প্রখর রোদ তীব্র গরমের সৃষ্টি করে, যা মানুষের মতো পোষা প্রাণীদের জন্যেও অস্বস্তিকর। বিড়াল, যাদের ঘন লোমযুক্ত শরীর থাকে, গরমের প্রভাব বেশি অনুভব করে। এই সময়ে বিড়ালের হিটস্ট্রোক সহ পানিশূণ্যতার মত সমস্যা গুলো দেখা দেয়। যার জন্য স্বাভাবিক তাপমাত্রার তুলনায় গরমে বিড়ালের যত্ন নিতে হবে আরো ভালো ভাবে। প্রশ্ন হচ্ছে, ঠিক কিভাবে এবং কোন উপায়ে গরমে বিড়ালের যত্ন নিবো? Well এই আর্টিকেল জুরে থাকছে Cat Care in Summer সংক্রান্ত সকল তথ্য। 

গ্রীষ্মকালে বিড়ালের শারীরিক অবস্থা কেমন থাকে?

বিড়াল সাধারণত শুষ্কস্থান পছন্দ করে। যেখানে ছায়া সুন্দর আবহাওয়া বিড়াল যেখানে নিয়ে থাকাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। যেহেতু গ্রীষ্মকালের স্বাভাবিক ভাবেই আমাদের দেশে গরমের মাত্রা সহনীয় মাত্রা থেকে খানিকটা অসহ্যনীয় মাত্রায় চলে যায় এবং এই সময়ে মানুষেরও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। সে তুলনায় বিড়াল আরো বেশি সমস্যায় জরিত হয়ে পরে। 

গরমে বিড়ালের লোম গুলো ঝরে পড়ে এবং পাতলা লোম দ্বারা আবদ্ধ হয়। আর সাধারণত লোমযুক্ত প্রাণীদের গ্রীষ্মকালে বেশি গরম লাগাটাই স্বাভাবিক। এই সময়ে বিড়াল অতিরিক্ত হাঁফানো, জোরে জোরে শ্বাস নেওয়া, ঠান্ডা জায়গায় বসে থাকা এবং পানি খাওয়ার পরিমাণ বৃদ্ধি করে তাদের শরীর ঠান্ডা রাখার চেষ্টা করে। 

অস্বস্তিবোধের কারণে বিড়ালের খাওয়া দাওয়ার পরিমাণ কমে যেতে পারে। এবং খেলাধুলার ক্ষেত্রেও দেখা দেয় অনিহা। বিড়াল Normally সঞ্চল প্রাণী তবে গরমে তারা কিছুটা শান্ত থাকে এবং নড়াচড়া কম করতে পছন্দ করে। 

বিড়াল কি গ্রীষ্মকালে গরম অনুভব করে? || Do cats feel hot in summer?

অবশ্যই, বিশেষজ্ঞদের মত অনুযায়ী, বিড়াল সাধারণতা ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তবে গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ৩৪ এর উপর তাপমাত্রা প্রায়ই চলে যায় গ্রীষ্মকালে। যার জন্য এটা সহ্য করার মত সক্ষমতা বিড়ালের থাকে না, যার মানে এই যে বিড়াল গ্রীষ্মকালে প্রচন্ড গরম অনুভব করে এবং এটা তার সহ্য ক্ষমতার বাইরে। 

গরমে বিড়ালকে কিভাবে ঠান্ডা রাখা যায়? || How to keep cats cool in summer

তাহলে বুজতেই পারছেন যে, গরমে বিড়ালের কি পরিমাণ কষ্ট হয় আর এই কষ্ট থেকে শান্তির পরিবেশ সৃষ্টি করতে বিড়ালকে ঠান্ডা রাখতে হবে। বিড়ালের শরীর ঠান্ডা রাখার জন্য যে পদক্ষেপ গুলো গ্রহন করতে পারেন সেগুলো হলো: 

১) পর্দা টেনে, ফ্যান বা এয়ার কন্ডিশনার ব্যবহার করে ঘর ঠান্ডা রাখুন।

২) বিড়ালের জন্য ঠান্ডা মেঝেতে শুয়ে থাকার ব্যবস্থা করুন।

৩) বিড়ালের জন্য পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা, তাজা পানি রাখুন।

৪)  গরমের সময় বিড়ালকে মাসে দুইবার কুসুমগরম পানিতে গোসল করিয়ে দিতে পারেন। 

৫) নিয়মিত ব্রাশিং করে অতিরিক্ত লোম সরিয়ে ফেলুন। এতে বিড়ালের শরীরে তাপ কম থাকবে।

৬) গরমের সময় ভারী খাবার পরিবর্তে হালকা খাবার দিন। ভেজা খাবার বা বরফের টুকরা মিশিয়ে খাবার দিতে পারেন।

৭) গরমের সময় বিড়াল পানি কম খায়। তাই বিড়ালকে পানি পান করতে উৎসাহিত করুন। এক্ষেত্রে পানিতে হাল্কা বরফ মিশিয়ে ঠান্ডা করে দিতে পারেন। 

সতর্কতা: গরমের সময় বিড়ালকে বাইরে ছেড়ে দেবেন না। তীব্র গরমে বিড়ালের হিট স্ট্রোক হতে পারে।

গরমে বিড়ালের শারীরিক ক্ষতি সমূহ || Physical damage to cats in Summer 

যেহেতু বিড়ালের গরম সহ্য ক্ষমতা খুব একটা নেই তাই বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হতে দেখা দেয়। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য কিছু হলো: 

১) তাপমাত্রা বৃদ্ধি: বিড়াল মানুষের মত ঘামতে পারে না, তাই তারা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হাপিয়ে ওঠে। অত্যধিক তাপমাত্রা তাদের শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে, যার ফলে হিট স্ট্রোক হতে পারে।

২) ক্ষুধামান্দ্য: গরমের সময় অনেক বিড়াল তাদের ক্ষুধা হারিয়ে ফেলে।

৩) শ্বাসকষ্ট: গরমের সময় বিড়ালের শ্বাসকষ্ট হতে পারে।

৪) অতিরিক্ত লোম পড়া: গরমের সময় বিড়াল তাদের লোম ঝরাতে পারে।

৫) ত্বকের সমস্যা: গরমের সময় বিড়ালের ত্বকে জ্বালা, লালভাব, এবং ফুসকুড়ি হতে পারে।

৬) অলসতা: গরমের সময় বিড়ালরা অলস এবং কম খেতে পারে।

এতো গেলো শারীরিক ক্ষতি গুলো। এই সময় বিড়ালের বেশ কিছু রোগেরও দেখা দিতে পারে। সেগুলো জানাচ্ছি পরের ধাপে। 

গ্রীষ্মকালে বিড়ালের যে রোগ হতে পারে || Cat Disease in Summer

হিট স্ট্রোক: অতিরিক্ত গরমে বিড়ালের Heat stroke এর মত মারাত্মক ব্যাধি হতে পারে। যার জন্য অনেক বিড়াল মারা যায়। এই রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে: 

  • অতিরিক্ত লালা, 
  • তীব্র শ্বাস-প্রশ্বাস, 
  • দ্রুত হৃৎস্পন্দন, 
  • জিহ্বা বের করা, 
  • ঝিমঝিম বা অজ্ঞান হয়ে যাওয়া।

ডিহাইড্রেশন: গরমের সময় বিড়ালরা দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। লক্ষণগুলির মধ্যে রয়েছে: শুষ্ক মুখ ও নাক, ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস, ওজন হ্রাস, এবং কম মূত্রত্যাগ।

তাছাড়াও আরো হতে পারে,

তাই গরমে বিড়ালের খুব ভালো ভাবে যত্ন নিতে হবে। এই পর্যায়ে জানাবো কিভাবে গরমে বিড়ালের যত্ন নিতে হয় সে বিষয়ে বিস্তারিত। 

গরমে বিড়ালের যত্ন নেয়ার ক্ষেত্রে করণীয় || Cat Care in Summer

আপনি প্রতিনিয়ত বিড়ালের যত্নে যা যা করেন সেগুলোর পাশাপাশি Additionaly Cat Care এর জন্য যা যা করবেন সেগুলো সংক্ষেপে তুলে ধরছি। 

খাবার পানি পান করানো || Give the cat water

গরমে বিড়ালকে প্রচুর পরিমাণে ঠাণ্ডা ও পরিষ্কার পানি খাওয়াতে হবে। ঘরের বিভিন্ন জায়গায় পানির পাত্র রাখুন যাতে বিড়াল সহজেই পানি খেতে পারে। পানিতে বরফের টুকরো মিশিয়ে দিলে পানি ঠাণ্ডা থাকবে এবং বিড়াল পানি খেতে আগ্রহী হবে। খেয়াল রাখতে হবে যে বিড়ালের পায়ের পাতা কি পরিমাণ ঘামছে। যদি বেশি ঘেমে থাকে তবে বুজতে হবে তার পানির প্রয়োজন। 

বিড়ালের খাবার || Cat Food 

গরমে বিড়ালের খাবার হালকা ও সহজপাচ্য হওয়া উচিত। ভেজা খাবার, টাটকা মাছ, মুরগির মাংস, ডিম, দই ইত্যাদি খাওয়াতে পারেন। গরমে বিড়ালের খাবার কম খায়। শীতকালের তুলনায় গরমে বিড়াল প্রায় ১৫% খাবার কম খায়। তাই অল্প পরিমাণে খাবার বারবার দিন। বিড়ালের স্ট্রেস কমানোর জন্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি দিতে পারেন। (খাবারের বিষয়ে বিস্তারিত জানানো রয়েছে পরবর্তী ধাপে)। 

বিড়ালের পর্যাপ্ত ঘুম || Proper Sleep of Cat 

বিড়ালকে ঠাণ্ডা জায়গায় ঘুমানোর ব্যবস্থা করে দিন। টাইলসের মেঝে, ঠাণ্ডা ঘর, ঠান্ডা তোয়ালে, ঠান্ডা পানির বোতল ইত্যাদি ব্যবহার করতে পারেন। বিড়ালকে সূর্যের আলো থেকে দূরে রাখুন। ঘরে পর্যাপ্ত বায়ুচলাচলের ব্যবস্থা রাখুন। উল্লেখ্য যে, বিড়াল সারাবছরই প্রায় ১৬ ঘন্টার মত ঘুমিয়ে কাটায়, আর গ্রীষ্মকালে গরম থেকে বাচতে ঘুমের পরিমাণ আরেকটু বেশি হতে পারে। এক্ষেত্রে টেনশনের কারণ নেই। 

বিড়ালের খেলাধুলা || Cat’s Playing 

বিড়ালকে হালকা খেলা খেলতে দিন, যদিও এমনিতেই গরমে বিড়াল নড়াচড়া ও খেলাধুলা কিছুটা কমিয়ে দিবে। গরমের সময় বিড়ালকে সকাল বা রাতে খেলাতে নিন যখন গরমের মাত্রা কম থাকে। দীর্ঘক্ষণ খেলাধুলা করা থেকে বিরত রাখুন এবং খেয়াল করবেন যাতে করে রোদের মাঝে না যায়।

নিয়মিত গোসল করান || Cat Shower 

গরমের সময় বিড়ালকে নিয়মিত গোসল করান। যদিও বিড়ালকে গোসল করানো নিয়ে অনেকের অনেক মত রয়েছে তবে শীতকালের তুলনায় গরমে একটু বেশি গোসল করাবেন এবং প্রায়ই চেষ্টা করবেন ভেজা কাপড় দিয়ে বিড়ালের শরীর মুছে দিতে, এতে বিড়ালের আরাম হবে। 

বিড়ালের গ্রুমিং || Cat Gromming 

অন্যসব সময়ের তুলনায় গরমে বিড়াল নিজের শরীর বেশি চাটে যার জন্য মুখের লালা শরীরে লেগে বাষ্পীভূত হয়ে কিছুটা ঠান্ডা অনুভব হয়। আপনার বিড়াল যদি এটা করে থাকে তবে টেনশনের কিছু নেই এটা করতে দিন। তবে আপনি যত্নে যে কাজটি লিস্টে রাখতে পারেন সেটি হলো বিড়ালের গায়ের লোম গুলোকে হাল্কা ট্রিম করে দিতে পারেন। 

গরমে বিড়ালকে কি খাবার দিতে হবে? || What to feed cats in hot weather

১) পানি: গরমে বিড়ালের যত্ন নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিড়ালের কাছে সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানির পাত্র রাখা। পানিতে বরফের টুকরো মিশিয়ে দিতে পারেন।

২) ভেজা খাবার: গরমে বিড়ালের শুকনো খাবার খেতে অনীহা হতে পারে। তাই ভেজা খাবার যেমন- সিদ্ধ ডিমের সাদা অংশ, সিদ্ধ মাছ, মুরগির মাংস, পালং শাক, ভাত মিশিয়ে খেতে দিতে পারেন।

৩) ফ্রিজে রাখা খাবার: ঠান্ডা খাবার যেমন- ফ্রিজে রাখা ভেজা খাবার, দুধ, দই বিড়ালকে খেতে দিতে পারেন। গরমে বিড়াল এটা উৎসাহ নিয়ে খাবে। 

কিছু খাবার খাওয়ানোর পাশাপাশি কিছু খাবার এমনও আছে যা এড়িয়ে চলতে হবে:

  • চর্বিযুক্ত খাবার: গরমে চর্বিযুক্ত খাবার বিড়ালের হজমে সমস্যা তৈরি করতে পারে।
  • লবণাক্ত খাবার: লবণাক্ত খাবার বিড়ালের জন্য ক্ষতিকর।
  • ক্যাফেইনযুক্ত পানীয়: ক্যাফেইন বিড়ালের জন্য বিষাক্ত।

পরিশেষে কিছু কথা 

আজকের মত এই ছিলো Cat Care in Summer সংক্রান্ত কথাবার্তা। এবারের আর্টিকেল দ্বারা আশা করি ভালোভাবে জানতে পেরেছেন যে, কিভাবে গরমে বিড়ালের যত্ন নিতে হয়। Cat Care সংক্রান্ত আরো অন্যান্য বিষয় জানতে আমাদের উক্ত ক্যাটাগরি ও আমার ব্লগটি অনুসরণ করতে পারেন। ধন্যবাদ। 

author-avatar

About Salim Mahamud

I am the author of PriyoPets. Here I publish very helpful content about cat health, cat food, cat behavior, and other things that a cat owner needs to know. Personally, I am also a cat lover, and I have two cats also, so I have good knowledge about it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *